রায়েরবাজারে চিরঘুমে শায়িত হলেন এ কে এম শহীদুজ্জামান
সেমাবার সকালে শেষবারের মতো নিজের দীর্ঘ কর্মস্থল থেকে বিদায় নিলেন রোববার রাতে না ফেরার দেশে পাড়ি জমানো টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির স্পেক্ট্রাম ম্যানেজমেন্ট (তরঙ্গ ব্যবস্থাপনা) বিভাগের কমিশনার এ কে এম শহীদুজ্জামান। বেলা ১১টায় রমনাস্থ বিটিআরসি প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা নামাজ। এতে অংশ নেন বিটিআরসি’র বর্তমান এবং পুরনো সহকর্মী ও শ্রদ্ধানুরাগীরা।
এর আগে লাশ নিয়ে আসার পর থেকেই বিটিআরসি প্রাঙ্গনে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় তার বেদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। স্মৃতির কাতর হয়ে পড়েন সতীর্থ কমিশনার মহিউদ্দিন আহমেদ, আবু সৈয়দ দিলজার হোসেন এবং সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজসহ অন্যান্য মহাপরিচলকেরা।
জানাজা শেষে বিটিআরসি পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান, সাবেক সচিব মোঃ আফজাল হোসেন, বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
প্রথম জানাজা শেষ জনাব শহীদুজ্জামানে মর দেহ নিয়ে যাওয়া হয়; যেখানে তিনি এতোদিন বসবাস করছিলেন সেই মোহাম্মপুরে। সেখানে ইকবাল রোডের জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। এরপর সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় রায়েরবাজার কবরস্থানে। সেখানেই চির ঘুমে শায়িত হন মরহুম এ কে এম শহীদুজ্জামান মিন্টু।
প্রকৌশলী এ.কে.এম শহীদুজ্জামান ১৩ নভেম্বর ১৯৬০ সালে বরিশালের ঝালকাঠিতে একটি স্বনামধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের টেলিকম এবং আইসিটি সেক্টরে একজন ইতিহাসবিদ ও পথপ্রদর্শক। টেলিকম এবং আইসিটি সম্পর্কিত কারিগরি ও আইনি নীতি-নির্ধারণ এবং নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয়াবলীতে তার বহুমুখী এবং বিস্তৃত জ্ঞানের সাথে অভিজ্ঞতাও ছিল । তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর একজন সিনিয়র ফেলো।
তিনি ১৯৮৯ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ১৯৮৩ সালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট (বিপিআই) থেকে তড়িৎ প্রযুক্তিতে ডিপ্লোমা, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. এবং পটুয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১১ জানুয়ারী ২০২১ সাল থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। যা বাংলাদেশের সমগ্র টেলিকমিউনিকেশন ইকোসিস্টেম উন্নয়নের জন্য সরকারের অন্যতম প্রধান সংস্থা। এর আগে, তিনি ২০০২ সালে বিটিআরসি প্রতিষ্ঠার পর থেকে ২০১৯ সালে অবসর নেওয়া পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত বিটিআরসির উপ-পরিচালক, ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত পরিচালক এবং ২০১০ থেকে ২০১৯পর্যন্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।